sliderস্থানীয়

খাঁচাবন্দী পাঁচশতাধিক পাখি উদ্ধার করে অবমুক্ত

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে শিকারীর খাঁচা থেকে উদ্ধার হওয়া প্রায় পাঁচশতাধিক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির পরিবেশকর্মীরা। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজিরহাট এলাকা থেকে অভিযান চালিয়ে দুইটি বড় খাঁচা ও একটি জালে বস্তাবন্দী পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি আইনজীবি এস এম শহিদুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।
সভাপতি সোহেল জানান,‘শুক্রবার দুপুরে হাজিরহাট এলাকা থেকে স্থানীয়রা জানায় দুইটি বড় খাঁচা ও একটি নেট (বস্তার) এর মধ্যে প্রায় পাঁচ শতাধিক পাখি কিছু অসাধু ব্যক্তি পাঁচার করে দিচ্ছে। খবর পাওয়া মাত্রই পরিবেশকর্মীদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় শিকারীরা পাখি ফেলেই পালিয়ে যায়। এসময় সাদা বক, মাছরাঙা, ভারই, ঘুঘু, বালি হাঁস, রাতচোঁরা সহ প্রায় সাত প্রজাতির পাখি দুইটি খাঁচা ও একটি নেটের বস্তাসহ উদ্ধার করা হয়। পরে পাখিগুলো ঘটনাস্থলেই মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে এবং প্রায় ৫০টি পাখি বস্তা বন্দী থাকার কারনে দুর্বল ছিলো। সেগুলোকে সুস্থ্য করে চাঁচকৈড় বাজার এলাকায় নিয়ে এসে অবমুক্ত করা হয়েছে। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। সকলেই সচেতন হলে শিকারীরা পাখি শিকার করতে পারবে না। পাখি শিকার বন্দে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button