ক্ষমতায় টিকে থাকতে হাজার কোটি টাকা!
উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রাটিক ইউনিয়নিস্টস পার্টির (ডিইউপি) সঙ্গে ব্রিটেনে জোট সরকার গঠন চূড়ান্ত করে ফেললেন প্রধানমন্ত্রী টেরেসা মে। তবে সমঝোতাপত্র অনুযায়ী, আগামী দু’বছরে উত্তর আয়ার্ল্যান্ডের বিভিন্ন পরিকাঠামো মূলক প্রকল্পে ১০০ কোটি পাউন্ড (বাংলাদেশী মুদ্রায় হাজার কোটি টাকারও বেশি) দিতে হবে ব্রিটেনকে। চুক্তির পরে ডিইউপি নেতা আর্লিন ফস্টার বলেছেন, ‘সবিস্তার আলোচনা হয়েছে। এই জোট সরকার উত্তর আয়ার্ল্যান্ড এবং ব্রিটেনের পক্ষে ভাল হবে।’
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে আলোচনার সময় নিজের হাত শক্ত করতেই নির্ধারিত সময়ের আগে নির্বাচনের ডাক দেন টেরেসা মে। সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ৬৫০ সদস্যের ব্রিটিশ পার্লামেন্টে ৩১৭ আসন পায় টেরেসার কনজারভেটিভ পার্টি। তার প্রবল প্রতিদ্বন্দ্বী জেরেমি করবিনের লেবার পার্টি পায় ২৬৫ আসন। এই অবস্থায় ডিইউপি–র সঙ্গে জোট বাঁধার কথা জানান মে। সোমবার এ-সংক্রান্ত সমঝোতাপত্রে সই করেছে দু’দল। ডিইউপি–র ১০ এমপি ধরে টেরেসার সমর্থনে রয়েছে ৩২৭ জন এমপি। মানে টায়েটুয়ে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন তিনি। টেরেসা মে’র অফিস থেকে জানানো হয়েছে, ‘ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে সরকারকে সমর্থন করবে ডিইউপি।’
তবে এই চুক্তি ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। কারণ, গর্ভপাত এবং সমলিঙ্গে বিবাহের বিরোধী ডিইউপি। সেই রকম একটা দলের সঙ্গে বিপরীত মতের একটা দলের জোট সরকার কীভাবে হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। যার উত্তরে টোরিরা বলছে, এই দলের সঙ্গে কেবল দেয়া–নেয়ার চুক্তি হয়েছে। মানে, ডিইউপি কেবল আস্থা ভোট এবং বাজেট নিয়ে সরকারের পক্ষে ভোট দেবে।