sliderখেলাশিরোনাম

ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ

ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক দেব চৌধুরী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম শাহী মসজিদে জুমা নামাজের সময় ইসলাম গ্রহণ করেন তিনি।

তাকে কালেমায়ে শাহাদাত পড়িয়ে ইসলামে দীক্ষিত করেন নন্দিত ইসলামিক স্কলার ও দারুস সালাম মসজিদের খতিব শায়খ আব্দুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহ।

ইসলাম গ্রহণের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দেব চৌধুরী। এ সময় তিনি বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না। তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’

মসজিদে উপস্থিত মুসল্লিরা তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানান। অনেকেই আনন্দে তাকে জড়িয়ে ধরেন। কেউ কেউ তাকে ফুল ও পোশাক দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, দেব চৌধুরী সর্বশেষ ‘অলরাউন্ডার’ নামের একটি ক্রীড়াবিষয়ক অনলাইন পোর্টালের সাথে যুক্ত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার।

Related Articles

Leave a Reply

Back to top button