
তারকাদের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে প্রকাশ করাটা বোধ হয় নেশাই হয়ে ওঠে শামীমা নূর পাপিয়া ওরফে পিউ’র। সাংসদ, মন্ত্রী থেকে শুরু করে জনপ্রিয় বিভিন্ন মানুষের সঙ্গেও তার ফ্রেমবন্দি হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
বাদ দেননি ক্রীড়াঙ্গনও। যার মধ্যে সাবেক ফুটবলার আরিফ খান জয় এবং বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি সদ্য ভাইরাল হয়েছে।
তাতেই শুরু হলো নতুন বিতর্ক। এ জন্য অবশ্য সমালোচনার তীর পাপিয়ার দিকেই। আরিফ খান জয় এবং নাইমুর রহমান দুর্জয়কে নিয়ে কেউ তেমন কিছু বলছেন না। কেননা সমালোচকরাও এরিমধ্যে বুঝে ফেলেছেন এই নাটকের আসল চরিত্র কে!
প্রসঙ্গত, মাদক-অস্ত্র চোরাচালান, জমি দখল করিয়ে দেওয়া, হোটেলে নারীদের দিয়ে যৌন বাণিজ্য থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জনের অভিযোগে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) পাপিয়াকে গ্রেপ্তার এখন সারা দেশে আলোচিত ঘটনা।
নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। গ্রেপ্তারের পর পাপিয়াকে এই সংগঠন থেকেও বহিষ্কার করা হয়।
এরপর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পাপিয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পরই বিতর্কিত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করে র্যাব।
সুত্র : পূর্বপশ্চিম