প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের যাদুকরি পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন।
মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভার প্রাক্কালে প্রধানমন্ত্রী আইপিএল ক্রিকেটে মুস্তাফিজের পারদর্শিতার প্রশংসা করেন। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক বৈঠক শেষে একথা জানিয়েছেন।
মুস্তাফিজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন, সম্মানিত করেছেন, আমাদেরকে প্রশংসিত করেছেন। ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত।বাসস