sliderস্থানীয়

ক্রিকেটার তাইজুলকে জাতীয় দলে অন্তর্ভুক্তির দাবিতে নাটোরে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : কৃতী ক্রিকেটার তাইজুল ইসলামকে জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ ও এশিয়াকাপ দলে অন্তর্ভুক্তির দাবিতে শুক্রবার বৃষ্টির মধ্যেই নাটোরে বিশাল মানববন্ধন করেছে ক্রিকেট প্রেমিরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরের সাবেক সকল ক্রিকেটার ও ক্রিকেট প্রেমি তাইজুল ভক্তদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্রিকেটার তাইজুল ভক্তরা বলেন, তাইজুল বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব ক্রিকেটার। দীর্ঘদিন ক্রিকেট খেলে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি এখনো দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়। জাতীয় দলে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে জাতীয় দলে তাইজুলের অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে নাটোরের সন্তান তাইজুল ইসলামের। তাই তার জাতীয় দলে ঠাঁই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া ক্রিকেট ফ্যানরা। বক্তারা দ্রুত তাইজুল ইসলামকে বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য বাংলাদেশের জাতীয় দলে অন্তর্ভুক্তি করতে ক্রিকেট বোর্ডের কাছে দাবি জানান। তা না হলে নাটোরের মানুষ আর ও বড় ধরনের আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন মানববন্ধন কারীরা।মানববন্ধনে নাটোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকী, ক্রিকেটার রনি ও সাংবাদিক মেহেদী হাসান বাবুসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Back to top button