sliderখেলা

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে মুশফিক-মোস্তাফিজ

আইসিসি ওয়ানডে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ব্যাটিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসা মুশফিকুর রহিমও আছেন ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে।
এশিয়া কাপের পর রবিবার ওয়ানডেতে খেলোয়াড়দের সর্বশেষ র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা আইসিসি। সেই তালিকায় দ্বাদশ স্থানে আছেন মোস্তাফিজ। এত ওপরে কখনও উঠেননি তিনি। এর আগে সর্বোচ্চ অবস্থান ছিল ১৬।
অন্যদিকে ব্যাটসম্যানদের তালিকায় ডানহাতি লিটল মাস্টার আছেন ১৬ তে। এর আগে তার সর্বোচ্চ অবস্থান ছিল ২২ নম্বরে।
এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজ। পুরো আসরে আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১০টি উইকেট নিয়েছেন তিনি। নতুন তালিকায় তার রেটিং পয়েন্ট ৬৫১।
ওয়ানডেতে বোলারদের তালিকায় ৭৯৭ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন ভারতের ভারতের জাসপ্রিত বুমরাহ। ৭৮৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন রশিদ খান। তিন ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন কুলদীপ।
সেরা ২০ এর মধ্যে নেই আর কোনো বাংলাদেশি বোলার। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা ৫৭৬ পয়েন্ট নিয়ে আছেন ২৭ তম অবস্থানে। আর ৫৬৭ পয়েন্ট নিয়ে তার দুই ধাপ নিছে আছেন সাকিব আল হাসান।
এশিয়া কাপে মুশফিক ছয় ধাপ এগিয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগে তার অবস্থান ছিল ২২ নম্বরে। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ৩০২ রান এসেছে তার ব্যাটে আর এর পুরস্কারই পেয়েছেন। আইসিসির র‌্যাংকিংয়ে তার বর্তমান রেটিং ৭০২ পয়েন্ট।
তবে টুর্নামেন্টের শুরুতে ছিটকে যাওয়া তামিম ইকবাল পিছিয়েছেন দুই ধাপ। ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে আছেন দেশ সেরা এই ব্যাটসম্যান। সেরা বিশে তামিম-মুশফিক ছাড়া নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান।
ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশিদের মধ্যে ৬০৩ রেটিং পয়েন্ট নিয়ে ২৯ নম্বরে সাকিব, ৫৭১ রেটিং পয়েন্ট নিয়ে ৪০ নম্বরে আছেন মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে ফাইনালে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস দিয়েছেন লম্বা লাফ। ১০৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১৬ নম্বরে।
অপরদিকে ওয়ানডেতে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষ স্থানের জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান। এশিয়া কাপের এবারের আসরে চোটের জন্য বেশ একটা ছন্দে ছিলেন না সাকিব। সেই সুযোগটাই কাজে লাগিয়ে সেরার জায়গায় নিজের নাম বসালেন আফগান স্পিনার রশিদ খান। ৩৫৩ পয়েন্ট নিয়ে ছয় ধাপ এগিয়ে সবার উপরে আফগান লেগস্পিনার রশিদ। আর ৩৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছেন বাংলাদেশি তারকা সাকিব।

(ঢাকাটাইমস

Related Articles

Leave a Reply

Back to top button