ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবার জ্যামাইকা তাল্লাওয়াহসের হয়ে খেলতে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একই দলে সাকিবের সাথে আরও রয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিং দানব ক্রিস গেইল ও শ্রীলংকান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
সাকিবকে এক লাখ দশ হাজার ডলার পারিশ্রমিকে নিজেদের দলে নিয়েছে জ্যামাইকা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৭ লক্ষ টাকার কাছাকাছি। এছাড়া গেইল পাচ্ছেন এক লাখ ৬০ হাজার ডলার, সাঙ্গাকারাকে নিয়েছে এক লাখ ৩০ হাজার ডলারে। ৯০ হাজার ডলার পারিশ্রমিক নিয়ে একই দলে আছেন আরেক ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল।
এছাড়াও জ্যামাইকায় সাকিব সতীর্থ হিসেবে পাবেন শ্রীলংকা লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে। সিপিএলের এবারের আসরে ক্রিকেটারদের সম্ভাব্য তালিকায় ছিলেন আরও ৬ বাংলাদেশি। তার হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। কিন্তু দল পাননি তারা।
এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, ২০১৩ সালে প্রথম সিপিএলে বারবাডেজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। পরেরবারও খেলার কথা ছিল, কিন্তু বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) সংক্রান্ত ঝামেলায় খেলতে পারেননি। আসছে জুলাইয়ে হওয়ার কথা এবারের সিপিএল। প্রিয়.কম