sliderস্থানীয়

কোম্পানীগঞ্জ দালাল মুক্ত ভূমি অফিস করবো, সহকারি কমিশনার (ভূমি)

কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

গত রবিবার নতুন কর্মস্থল কোম্পানীগঞ্জে যোগদান করেন এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসে আলাপকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বলেন, দালাল মুক্ত ভূমি অফিস করতে যা যা প্রয়োজন সবকিছুই করবো ও নামজারি করতে ৭০ টাকা আবেদন ফিস এবং ১১০০ টাকা ডিসিআর বাবদ ফিস দিতে হবে। এর বাহিরে কেউ টাকা চাইলে আমাকে জানাবেন আমি যথাযথ ব্যবস্হা নেব।

নতুন দায়িত্বে এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ আরও বলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিস হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট ভূমি অফিস এতে কোম্পানীগঞ্জ উপজেলা সর্বস্তরের সহযোগিতার কামনা করেন।

তিনি কোম্পানীগঞ্জে যোগদানের আগে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

Related Articles

Leave a Reply

Back to top button