এমরান আলী,কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের সরকারি খেলার মাঠ উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১:০০ ঘটিকার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম,কোম্পানীগঞ্জ থানা পুলিশ,কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ,এলাকার মুরব্বিয়ান,ছাত্র-জনতা ও সচেতন নাগরিকবৃন্দের উপস্থিতিতে অবৈধ দখলদারগণ খেলার মাঠের দখলকৃত ভূমির দাবি প্রত্যাহার করেন এবং ভবিষ্যতে সরকারি খেলার মাঠের ভূমিতে কোনো বেআইনি দাবি ও ভোগদখলের চেষ্টা করবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন। আগামীকাল ২৬/০৮/২০২৪ সোমবার সরকারি খেলার মাঠের সংস্কারকাজ শুরু করার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য প্রায় ১৪ বছর ধরে কলাবাড়ী গ্রামের সরকারি খেলার মাঠ এলাকার কিছু মানুষের অবৈধ দখলে ছিল। এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দকে সাথে নিয়ে কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ দীর্ঘদিন ধরে খেলার মাঠ উদ্ধারের কার্যক্রম চালিয়ে আসছেন। মাঠ উদ্ধার হওয়ায় এলাকাবাসী ও কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ বেশ আনন্দিত। মাঠ উদ্ধার কার্যক্রম শেষে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর আলম বলেন, দীর্ঘদিন পর কলাবাড়ী খেলার মাঠ অবৈধ দখল থেকে মুক্ত হয়েছে। এলাকাবাসীসহ আমরা আনন্দিত। সবার সহযোগিতা নিয়ে আগামীকাল থেকে মাঠের সংস্কার কাজ শুরু করব। পনেরো-ষোলো বছর আগে মাঠ যেমন খেলার উপযোগী ছিল সেই রূপ ফিরিয়ে আনব,ইনশাআল্লাহ। কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন, সেনাবাহিনী টিম, কোম্পানীগঞ্জ থানা পুলিশ,কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ,এলাকার মুরব্বিয়ান,ছাত্র-জনতা ও সচেতন নাগরিকবৃন্দের উপস্থিতিতে কলাবাড়ী সরকারি খেলার মাঠের অবৈধ দখলের বিষয়টি সমাধান হয়েছে। আমরা দখলমুক্ত মাঠ ফিরে পেয়েছি তাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঠ উদ্ধার কার্যক্রম সফল হয়েছে এতে আমরা আনন্দিত। কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ বলেন, খেলার মাঠ অপদখলে থাকায় আমরা দীর্ঘদিন খেলাধুলা চর্চা থেকে বঞ্চিত হয়েছি। কোনো ধরণের খেলার প্রতিযোগিতা আয়োজন করতে পারিনি। সংস্কার করে মাঠ খেলার উপযোগী হলে আশা করি আমরা দেশকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উপহার দিতে পারব। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, সামাজিক অপকর্ম রোধে খেলার মাঠের গুরুত্ব আছে। আমাদের পরামর্শে মাঠের অবৈধ দখলদারগণ তাদের দখল ও দাবি প্রত্যাহার করেছেন। সরকারি মাঠের সংস্কার ও উন্নয়নকাজে বাঁধা ঠেকাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ সবসময় সহযোগিতা করবে। মাঠ উদ্ধার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহ আলম,মুরব্বি আ:মজিদ, ফরিদ মিয়া,মানিক মিয়া,কালা মিয়া,কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম সেলাল, সহসভাপতি জালাল আহমেদ,শিব্বির আহমদ,রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ,কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী,প্রচার সম্পাদক শফিকুল ইসলাম,সদস্য আসাদুজ্জামান রুবেল,আমির হোসেন,জুনেদ আহমদ,হুমায়ূন আহমেদ হুমন, রাকিব আহমদ,আছরারুল,তাজুল আহমদ, সালেহ আহমদ,জুনায়েদ আহমদ,আমির উদ্দিন প্রমুখ।