sliderস্থানিয়

কোম্পানীগঞ্জে সিজেইউ’র আত্মপ্রকাশ

সিলেট (কোম্পানীগঞ্জ) প্রতিনিধি: সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় “তথ্য দিন-সেবা নিন” শ্লোগানে দেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত একঝাঁক পেশাদার সংবাদকর্মীদের নিয়ে “কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (CJU)” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৪.০০ ঘটিকায় জেলার কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্টে আয়োজিত এক সভার মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ করে।

নব-গঠিত সংগঠনে সিলেটের স্থানীয় দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার, মো. নিজাম উদ্দিন’কে সভাপতি ও জাতীয় দৈনিক নিরপেক্ষ পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বিশ্ব মিডিয়া পত্রিকার সিলেট ব্যুরোচীফ এম এ এইচ শাহীন’কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণঙ্গ কমিটি গঠন করা হয়।

নবাগত কমিটির অন্যান্য দায়িত্ব পেয়েছেন জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়া পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি সালাহউদ্দিন রানা সহ-সভাপতি, নাগরিক ভিউ ডটকমের ফটো সাংবাদিক মোঃ রুবেল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি আশরাফ উদ্দিন অর্থ সম্পাদক, আজকের খবর মাল্টিমিডিয়ার সিলেট প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক, সিলেটবিএম24.কম এর স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল গাফফার দপ্তর সম্পাদক, দৈনিক হাওরাঞ্চলের কথা মাল্টিমিডিয়া প্রতিনিধি শফিকুল ইসলাম শফিক প্রচার সম্পাদক, দৈনিক বর্তমান দেশবাংলা পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি ফয়ছল আহমেদ নোমান তথ্য প্রযুক্তি সম্পাদক, বাংলা এডিশন এর সিলেট প্রতিনিধি মো. মাহবুব আলম চৌধুরী জীবন নির্বাহী সদস্য।

এছাড়াও অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন-দৈনিক দেশ প্রতিদিন কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ মানিক মিয়া, দৈনিক প্রথম প্রহর কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ মনোয়ার পারভেজ, মোঃ মঈন উদ্দিন-ফটো সাংবাদিক বিশ্ব মিডিয়া পত্রিকা, মোঃ রুহুল আমীন রুবেল কোম্পানীগঞ্জ প্রতিনিধি দৈনিক তালাশ টাইমস, সাদিকুর রহমান সাপ্তাহিক সিলেট পত্রিক।

নব-গঠিত সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, “তথ্য দিন-সেবা নিন”এই শ্লোগানে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে ও কোম্পানীগঞ্জ বাসীর সর্বাধিক সহযোগিতা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন বলেন, আমরা ন্যায়েরপক্ষে গনমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ সহ অবস্থানের মাধ্যমে ভাবমূর্তি উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে অসহায় মানুষের আস্হা অর্জনে সত্য প্রকাশে ঝুঁকি থাকবে আমরা নিরপেক্ষতার সহিত কাজ করে যাব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক যুগান্তর বাংলাদেশ এর সিলেট ব্যুরোচীফ কামরুল হাসান জুলহাস।
আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টাবৃন্দ এডভোকেট কামাল হোসেন, হাজী মোঃ আবুল বাশার, আহমদ শাহনেওয়াজ লিটন, তাজ উদ্দিন আহমদ, ইলিয়াছ আলী।

জমকালো আয়োজনের মাধ্যমে নব-কমিটির অভিষেক অনুষ্ঠান করা হবে বলে জানান কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button