sliderবিজ্ঞান ও প্রযুক্তি

কোন দেশে কোন ব্রান্ডের স্মার্টফোন জনপ্রিয়?

প্রতিযোগিতামূলক বাজারে এখনও জনপ্রিয়তার শীর্ষে স্যামসাংয়ের স্মার্টফোন। সব দেশেই এ ব্রান্ডের অবস্থান থাকলেও তা সমান নয়। কোথাও কম, কোথাও বেশি। চলুন জেনে নিই কোন দেশের কোন স্মার্টফোনগুলো বেশি জনপ্রিয়-
বাংলাদেশ: স্যামসাং বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন ব্র্যান্ড। বাংলাদেশেও এই ব্র্যান্ডের স্মার্টফোন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এরপর শাওমি, ওয়ালটন ও সিম্ফনির অবস্থান। যুক্তরাষ্ট্র: দেশীয় পণ্যেই আস্থা রাখছে যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটিতে স্মার্টফোন বাজারের দিক দিয়ে সেরা হচ্ছে অ্যাপল। তারপরের অবস্থানে রয়েছে স্যামসাং ও মটোরলা।
যুক্তরাজ্য: যুক্তরাজ্যেও অ্যাপলের অবস্থান শীর্ষে। অ্যাপলের পেছনে আছে স্যামসাং, হুয়াওয়ে ও অ্যালকাটেল।
কানাডা: কানাডায় খুবই জনপ্রিয় স্মার্টফোন হচ্ছে অ্যাপল। দ্বিতীয় স্থানে রয়েছে হুয়াওয়ে।
চীন: চীনের মানুষ দেশীয় পণ্যই বেশি পছন্দ করেন। তাই শীর্ষে রয়েছে চীন কোম্পানি হুয়াওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান আছে ভিভো ও অপো।
রাশিয়া: রাশিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় হুয়াওয়ে। এর পরই রয়েছে স্যামসাং ও অ্যাপল।
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ানদের মন জয় করেছে স্যামসাং। অ্যাপল ও হুয়াওয়ের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।
থাইল্যান্ড: থাইল্যান্ডে সবচেয়ে বেশি বিক্রি হয় অপো স্মার্টফোন। এরপরে রয়েছে অ্যাপল ও স্যামসাং। পাকিস্তান: পাকিস্থানে শীর্ষে রয়েছে স্যামসাং। এছাড়া ও শীর্ষের তালিকায় রয়েছে হুয়াওয়ে, অপো, কিউমোবাইল ও মটোরলা।

Related Articles

Leave a Reply

Back to top button