sliderরাজনীতিশিরোনাম

কোনো হঠকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না : সাইফুল হক

পতাকা ডেস্ক: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘কারও কোনো হঠকারিতায় ২০২৪ এর গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না।’

তিনি বলেন,‘৭১ ও ৯০ এর বিজয় বেহাত হয়েছে। এবারকার গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবে বিসর্জন দেওয়া যাবে না। আদর্শ ও রাজনীতির নানা পার্থক্য ও বৈচিত্রের মধ্যেই আমাদের ঐক্য ধরে রাখতে হবে।’

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সাইফুল হক বলেন, ‘সরকারকে সংস্কার, নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে।’

ছাত্র তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সরকারে বা সরকারের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হলে ছাত্র তরুণদের রাজনৈতিক সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। সরকারও নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য অনির্বাচিত সরকার থাকা নানা দিক থেকেই ঝুঁকিপূর্ণ। সে কারণে সরকারের উচিত হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পদক্ষেপগুলো নিশ্চিত করা।’

বিপ্লবী যুব সংহতির নেতা জামিরুল রহমান ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, সদস্য সচিব মীর রেজাউল আলম, বিপ্লবী ছাত্র সংহতির নেতা জোনায়েদ হোসেন, যুব সংগঠক রাশেদুল ইসলাম রাসেল, মোহাম্মদ হোসেন, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, মারিয়া মৌসুমী, মোহাম্মদ হাশেম, আলী হোসেন, ফরিদুদ্দীন, ঈমন শেখ, পারভেজ হোসেনসহ অনেকে।

প্রতিনিধি সভায় জামিরুল ইসলাম ডালিমকে আহ্বায়ক ও রাশেদুল ইসলাম রাসেলকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button