
মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মেরি স্টোপস বাংলাদেশ নামের আন্তর্জাতিক একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণমাধ্যম ব্যক্তিত্ব জামিল আহমেদ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য প্রদান করেন মেরি স্টোপস বাংলাদেশের জেনারেল ম্যানেজার মিসেস শিমুল চক্রবর্তী।
“সেবার দরজা খোলা ,আপনার কাছাকাছি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৮৮ সাল থেকে প্রসূত গর্ভবতী মা ও শিশুদের নিয়ে কাজ শুরু করে মেরী স্টোপস বাংলাদেশ,বিগত দুই দশকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ২৮ টি জেলার ৪০ টি ক্লিনিক আছে, এছাড়াও বিশ্বের ৩৭টি দেশে মেরী স্টোপস ক্লিনিক আছে, ২৫ বিলিয়ন প্রসূতি নারীরা এ সেবার আওতায় এসেছে।
দেশের গরীব অসহায় ও সাধারন মানুষের দোরগোড়ায় স্বাস্থ সেবা পৌছে দিতে মেরী স্টোপস ক্লিনিক প্রতিটি সাধারন মানুষকে এ সেবা নিতে আহবান করেন এছাড়া তারা গনমাধ্যম সহ সকল মানুষের সহযোগিতা কামনা করেন।
এসময় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, মোক্তার হোসেন, কামাল মজুমদার, শহিদুল ইসলাম বিপ্লব, মোঃ এরশাদ হোসেন, নাজিমউদ্দিন ইমন, নাসির উদ্দিন টিটু, মোঃ মাসুদ সহ বেশ কয়েকজন সাংবাদিক প্রতিষ্ঠাটির সাফল্য কামনায় তাদের মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রায়হান খান, সহ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সভাপতি সালাহ উদ্দিন মিয়া, ডিরেক্টর ও নিউ বিজনেস ডেভেলপমেন্ট ফারহানা আহমেদ, ম্যানেজার, ক্লিনিক অপারেশন উজ্জল কুমার কুন্ডু, অবস লিড ডাঃ ফারহানা, ম্যানেজার এডমিন আবু সাঈদ আরিফসহ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।