sliderশিরোনামস্থানীয়

কেরানীগঞ্জে ব্যবসায়ী নিখোঁজ

কেরানীগঞ্জের রুহিতপুর থেকে মাে. এনায়েত-উল হক নামে এক কাপড় ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাপড় কিনতে মানিকগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন। গত ২ দিন ধরে তিনি নিখোঁজ আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এনায়েত-উল হকের মানিকগঞ্জের লেছড়াগঞ্জ বাজারে কাপড়ের দোকান রয়েছে। গত ২৭ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে দোকানের মালামাল কিনতে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর বেলা ১১টা থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে আজ শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নি।
এই ঘটনায় মানিকগঞ্জের হরিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৮৬২) করেছেন নিখোঁজের স্ত্রী মীর শারমীন সুলতানা।
তিনি জানান, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর সর্বশেষ আমার স্বামীর সাথে যখন কথা হয়, তখন তিনি কেরানীগঞ্জের রুহিতপুরে ছিলেন। এরপর থেকেই তার মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। দুইদিন কেটে গেল আমরা এখন পর্যন্ত তার কোন সন্ধান পাই নি।
নিখোঁজ এনায়েত-উল হকে দৈহিক উচ্চতা ৫ ফিট ১ ইঞ্চি, তার গায়ের রং ফর্সা, স্বাস্থ্য-মিডিয়াম, মুখমন্ডল – গােলাকার। তিনি সাদা মাল্টি কালারের হাফ হাতা শার্ট ও কালাে রংয়ের প্যান্ট পরিহিত ছিলেন। কেউ তার সন্ধান পেলে ০১৭৩৫০০০১০০ অথবা ০১৭৩৩৬১১৮১৪ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নিখোঁজের পরিবার।
হরিরামপুর থানার এএসআই রুহুল জানান, ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। ঘটনার তদন্তের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। আমরা এরই মধ্যে তাকে খুঁজে বের করতে কাজ শুরু করেছি।

Related Articles

Leave a Reply

Back to top button