মোঃ মাসুদ,কেরানিগঞ্: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জন্মদিন ও তার সুস্থতা কামনা এবং ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৪ টায় বাস্তা ইউনিয়নের চর বাঘাশুর এলাকায় বাস্তা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমানের পুত্র, ২০১৮ সালে ঢাকা ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এসময় তিনি বলেন ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে দেশে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জন যতই সহজ হয়েছে তা রক্ষা করা ততো কঠিন অতএব আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে, এই ছাত্রজনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং সকল নিহত শহীদ কে যেন আল্লাহ বেহেশত নসিব করেন আমরা সেই কামনা করি, ২০১৮ সালের নির্বাচনে কথা স্মরণ করে তিনি বলেন,যখন আমি এই বাস্তা ইউনিয়নে ধাঁনের শীষ প্রতিকের প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারণায় এসেছিলাম তখন আপনারা আমাকে যেই ভালোবাসা ও সমর্থন জানিয়েছিলো আমি তা কখনো ভুলবো না আগামী আমার বাবা আলহাজ্ব আমান উল্লাহ আমান আপনাদের কে নিয়ে ও আপনাদের পরামর্শ নিয়ে যে উন্নয়ন করে গেছে ইনশাআল্লাহ আমিও আমার আমার বাবার মত আপনাদের কে সাথে নিয়ে আপনাদের পরামর্শ অনুযায়ী যেখানে যে উন্নয়নের প্রয়োজন আমি ইনশাআল্লাহ তা করবো।
ব্যারিস্টার অমি আরোও বলেন আমাদের দেশ নায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমরা কোন প্রতি হিংসা মূলক রাজনীতি করবো না, আমরা সবাই এক সাথে ঐক্য হয়ে চলবো আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, তার নির্দেশনা অনুযায়ী আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলবো। আপনারা সবাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয় করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং আগামীর দেশ নায়ক জানাব তারেক রহমান যেন খুব দ্রুত আবারো আমাদের মাঝে ফিরে আসেন আপানার মহান আল্লাহর কাছে এই দোয় করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ ঈসমাইল, বিএনপি নেতা মোঃ আলমগীর খান,বাস্তা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুল,সাধারণ সম্পাদক মোঃ মনির দেওয়ান,সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নাদিম সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।