sliderস্থানীয়

কেরানীগঞ্জে পুলিশের আক্রমণের শিকার সাংবাদিক

কেরানীগঞ্জ প্রতিনিধি : রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা চেকপোস্টে তল্লাশি চলাকালীন সময় ফুটেজ সংগ্রহ করতে গেলে বাংলা টিভির সিটি রিপোর্টার আরিফুল ইসলামকে লাঞ্চিত করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
১৮ অক্টোবর (বুধবার) ১১.৩০ মিনিটের দিকে বুড়িগঙ্গা ২ সেতুর (বাবুবাজার ব্রিজ) ঢালে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় কনস্টেবল নিয়ে একটি গাড়িতে যাত্রীদের তল্লাশি করছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) আনোয়ার হোসেন। এ সময় সাংবাদিক আরিফুল ইসলাম নিউজের প্রয়োজনে ক্যামেরায় ভিডিও ধারণ করতে গেলে তাকে গালাগাল করে এবং হাত থাকা ক্যামেরা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় আনোয়ার হোসেন। এ ঘটনায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা রাস্তা অবরোধ করলে তাৎক্ষণিকভাবে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ-জামান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক ইন্সপেক্টর জাকির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

পরবর্তীতে ঢাকা জেলা পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে তাৎক্ষণিক সময়ে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামকে পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ইন্সপেক্টর আনোয়ারকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button