sliderস্থানীয়

কেরানীগঞ্জে পুলিশের অভিযানে মাদক সম্রাট ল্যাংড়া এম এ গ্রেফতার

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ কুখ্যাত মাদক সম্রাট এম এ ওরফে ল্যাংড়া এমএ (৪০) কে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘ বাড়ি মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় ।

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই ইমরান উকিল এবং এএসআই রিপনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়,এ সময় ৫০৫ পুড়িয়া হিরোইন সহ মাদক সম্রাট এম এ ওরফে ল্যাংড়া এম এ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদকসম্রাট এম এ এর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় চাঁদাবাজি, হত্যা,মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায় । এলাকাবাসী জানান তার (ল্যাংড়া এম এ) অত্যাচারে ইকুরিয়া পূর্বপাড়া, পশ্চিমপাড়া সহ আশেপাশের অন্যান্য এলাকার মানুষ অতিষ্ঠ ছিল, তার গ্রেফতারে এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানিয়েছে।

গ্রেফতারকৃত এম এ ইকুরিয়া পূর্ব মধ্যপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।

অভিযানে গ্রেফতার হওয়া এম এর বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই ইমরান উকিল জানান,গ্রেফতারকৃত এম এ একজন পেশাদার মাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে, তাকে গ্রেফতারের জন্য আমরা অনেক আগে থেকেই চেষ্টা চালিয়ে ছিলাম।

Related Articles

Leave a Reply

Back to top button