sliderস্থানীয়

কেরানীগঞ্জে নিজ কক্ষ থেকে প্রকৌশলীর রক্তাক্ত লাশ উদ্ধার

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানাধীন আরশিনগর এলাকায় নিজ কক্ষ থেকে মোহাম্মদ সদরুল আলম (৪২) নামের এক প্রকৌশলীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (১৩ আগষ্ট) সকাল ১১ টায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের বিষয় এলাকাবাসী সূত্রে জানা যায় প্রকৌশলী মোহাম্মদ সদরুল আলম গত এক বছর যাবত শাক্তা ইউনিয়নের আরশিনগর গ্রামের মোঃ ইউনুস মিয়ার বাসায় ভাড়া থাকতেন, তার গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার পূর্ব সেকুর পাড়া গ্রাম, তিনি মৃত-বনিজ উদ্দিনের ছেলে। নিহত মোহাম্মদ সদরুল আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করতেন বলে জানা যায় ।

এ বিষয়ে তারা আরো জানান আজ সকাল দশটার দিকে বাড়ির মালিক ইউনুস মিয়া নিহতের দরজা খুলে সদরুল আলমের রক্তাক্ত লাশ ও লাশের পাশে ধারালো চাকু দেখতে পান, এমন অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে ঘটনাটি জানান পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবিরের সাথে কথা হলে তিনি জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশ জানতে পারে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশি নগর এলাকায় নিজ কক্ষে এক প্রকৌশলীর লাশ পড়ে আছে । খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে প্রকৌশলী মোহাম্মদ সদরুল আলমের মৃত দেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, তিনি আরো বলেন এবিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে তাই তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছেনা ।

Related Articles

Leave a Reply

Back to top button