
কেরানীগঞ্জ (ঢাকা) পপ্রতিিনিধি : দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর ফ্লাইওভারে গরুবাহী পিকআপ উল্টে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা শরীয়তপুরের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গাড়িতে থাকা তিনটি গরু মারাত্মক আহত হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বাকি তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।