sliderস্থানীয়

কেরানীগঞ্জে ইআবি প্রকল্পের জমি অধিগ্রহণ ও চেক বিতরণ অনুষ্ঠিত

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থাপন শীর্ষক প্রকল্পের জমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে।
২২ জুন ( বুধবার ) সকাল ১০ টায় কেরানীগঞ্জ উপজেলার মডেল থানাধীন তারানগর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় প্রকল্পের স্থানে ঘাটারচর ও মধ্যেরচর মৌজার মোট ১৭.০৮৯৪ একর ভূমি, তৎউপস্থিত অবকাঠামো হস্তান্তর ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মাদ আহসান উল্লাহ।


এছাড়ও অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড.মুহাম্মাদ আবুল কালাম আজাদ , ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ( যুগ্ম সচিব ) রফিক আহমেদ সিদ্দিক, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার রেজাউল হক,ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী হাফিজুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ফারুক সহ এসময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন
এসময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও অতিথিবৃন্দদের নেতৃত্বে মোট ২৭ জন কে চেক প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button