sliderস্থানীয়

কেরাণীগঞ্জে গাড়ি চোর চক্রের মূলহোতা দুলাল গ্রেফতার

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গাড়ি চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রোববার (১৩ আগষ্ট) সকালে র‌্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যায় রাজধানীসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, পিকআপ সহ বিভিন্ন প্রকার গাড়ি ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে,দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও এসব গাড়ি ছিনতাইকারী ও চোর চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতের এক অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে এবং গাড়ি চোর চক্রের ১ জনকে গ্রেফতার করে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ দুলাল হোসেন (৩০), পিতা- মৃত সিরাজ হোসেন, সাং-গজারিয়া, থানা-লালমোহন, জেলা-ভোলা, এ/পি-জুরাইন, বাসা নং-৪২০, থানা-শ্যামপুর মডেল, ঢাকা বলে জানা যায়।

এসময় গ্রেফতার হওয়া ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাহ্পুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে গত ০৮/০৮/২০২৩ তারিখ ডেমরা থানাধীন ডগাইর রাস্তার মাথা এলাকা হতে দুলাল কতৃক চুরিকৃত ১টি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের মূলহোতা, সে বেশ কিছুদিন যাবত রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরি করে আসছিল,এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ৪ টি মামলা রয়েছে বলে জানা যায়।

এবিষয়ে র‌্যাব – ১০ আরো জানান গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button