sliderস্থানীয়

কেন্দুয়াব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘মা সমাবেশ’

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার কেন্দুয়াব সরকরাী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট সোমবার দুপুরে বিদ্যালয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও টোক ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মাসুম, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, পিটিএ কমিটির সভাপতি মো: মাইন উদ্দিন, শিক্ষক রাকিবুল ইসলাম, তাসলিমা আক্তার প্রমুখ। সমাবেশে ছাত্রছাত্রীসহ এলাকার শতাধিক মায়েরা অংশ গ্রহণ করেন।
সভাপতি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
তিনি বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান।

Related Articles

Leave a Reply

Back to top button