sliderস্থানীয়

কৃষি জমি সুরক্ষায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সকলের জন্য কীটনাশকমুক্ত নিরাপদ জীবন চাই” এই স্লোগানকে সামনে রেখে আজ জেলা কৃষি উন্নয়ন কমিটি ও বারসিক এর যৌথ আয়োজনে মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ষান্মাসিক সমন্বয় সভা ও কৃষি জমি সুরক্ষার বিভিন্ন দাবি নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতেই জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি মো.করম আলী মাস্টার এর সভাপতিত্বে মানিকগঞ্জের মান্যবর জেলা প্রশাসক রেহেনা আকতার বরাবর স্মারক প্রদান করেন।

স্মারক লিপি প্রদানে উপস্থিত ছিলেন জেলা কৃষি উন্নয়ন কমিটির সহ সভাপতি কৃষক নেতা মো.ইউসুফ আলী, সদস্য মো.শহীদ বিশ্বাস, মো.শহীদ মোল্লা, ইউপি সংরক্ষিত সদস্য সেলিনা আক্তার, সুশীল বিশ্বাস, গোসাই দাস রায় প্রমুখ। স্মারক প্রদান পরবর্তী আলোচনা সভা বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, সাংবাদিক মাসুম বাদশা, বারসিক কর্মসূচি সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, মাসুদুর রহমান, কর্মকর্তা সত্ত সাহা, মুক্তার হোসেন প্রমুখ।

বক্তারা দাবিনামায় বলেন তিন ফসলী জমিতে কোন ধরনের স্থাপনা করা যাবে না, ফসলী জমির মাটি কেটে গর্ত করে কৃষি জমি নষ্ট করা যাবে না, যত্রতত্র ইটভাটা বন্ধ করে বিকল্প ব্লক ভাটায় তাগিদ দিতে হবে, নদী ভাঙনের কার্যকর ব্যবস্থা চাই, গ্রাম শহরে ভূমিহীনদের আবাসন ও নাগরিকদের ভবন নির্মাণে কার্যকরী নীতিমালা চাই, কৃষি জমি সুরক্ষায় কার্যকর নীতিমালা চাই।

Related Articles

Leave a Reply

Back to top button