sliderস্থানীয়

কৃষি জমিতে ১০০ ইটভাটা, বৈধতা দিল কে?

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা: কৃষি জমিতে ইটভাটা নির্মাণ বন্ধ রাখতে সরকার পদক্ষেপ নিলেও গত এক যুগে মানিকগঞ্জে একশো’রও বেশি ইটভাটা কৃষি জমিতেই গড়ে উঠেছে। প্রশাসনের চোখের সামনেই এসব ইটভাটা গড়ে উঠলেও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা নীরব ভূমিকা পালন করেছেন। নীরব থেকেই তারা ক্ষান্ত হননি, কৃষি জমিতে ইটভাটা পরিচালনা করতে কাগজে কলমে দিয়েছেন অনুমোদন, দিয়েছেন অনাপত্তিপত্রও। তবে বিষয়টির দায়িত্ব কেউ নিতে চান না। তাহলে কে দিল কৃষি জমিতে ইটভাটা তৈরির অনুমোদন?

মানিকগঞ্জ জেলায় গত এক যুগে নির্মিত ইটভাটাগুলোর তথ্য উপাত্তে প্রমাণ মিলেছে মানিকগঞ্জে এই সময়ের মধ্যে কৃষি জমিতে একশো’রও বেশি ইটভাটা নির্মাণ হয়েছে। ওইসব ইটভাটার আশেপাশের স্থানীয় বাসিন্দারাও কৃষি জমিতে ইটভাটা নির্মাণের সত্যতা নিশ্চিত করেছেন। চাষিদের কাছ থেকে কৃষি জমি লিজ নিয়েও গড়ে তোলা হয়েছে ইটভাটা।

আইন অনুযায়ী, প্রতিটি ইটভাটা স্থাপনে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স, কৃষি অফিসের অনাপত্তিপত্র, উপজেলা ভূমি অফিসের সুপারিশপত্র, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ একাধিক অনুমোদনের প্রয়োজন হয়। কৃষিতে জমিতে ইটভাটা নির্মাণ পুরোপুরি নিষেধ থাকলেও সরকারি প্রতিষ্ঠানের ছাড়পত্র খুব সহজেই পেয়েছে ইট ভাটা নির্মাণকারীরা।

Related Articles

Leave a Reply

Back to top button