কৃষির উন্নয়নে জৈব কৃষি চর্চা

নাসির উদ্দিন, হরিরামপুর, মানিকগঞ্জ : মানিকগগঞ্জ জেলার কৃষক গবেষক কমিটির সমন্বয় সভা ও কৃষকদের অংশগ্রহনে মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় মানিকগঞ্জ জেলার সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের শহিদুল ইসলামের বাড়ি। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক গবেষক কমিটির সভাপতি মাসুদ বিশ্বাস।উক্ত সভায় মানিকগঞ্জ জেলার সিংগাইর, ঘিওর, শিবালয়, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার কৃষক গবেষকগণ অংশগ্রহন করেন। আলোচনা সভায় মানিকগঞ্জ সরে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউল হক, সিংগাইর কৃষক গবেষক ইব্রহীম, জয়তন বেগম, হরিরামপুরের কৃষক গবেষক শহীদ বিশ্বাস, ঘিওর কৃষক গবেষক রফিকুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলার মহাদেব মন্ডল, বৈদ্যনাথ সরকার, তরুণ কৃষি উদ্যোক্ত শহীদুল ইসলাম, বারসিক প্রোগ্রাম সমন্বয়কারী শিমুল বিশ্বাস, প্রোগ্রাম কো-অডিনেটর মাসুদুর রহমান, প্রোগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা ও মুক্তার হোসেন আলোচনা করেন আলোচনায় বলেন ধান জাত উন্নয়নে বাছাই ও ব্রিডিং এর মাধ্যমে দেশীয় ধানের জাত উন্নয়নে কার্যক্রম চলমান রয়েছে।কৃষক পর্যায়ে দেশীয় শাক সবজির জাত বৈচিত্র্য বিনিময়ের ও সংরক্ষণের উদ্যোগ গ্রহন করা হয়।
কৃষক পর্যায়ে চাষাবাদে শত্রু পোকা ও উপকারী পোকা চিনে ব্যবস্থা গ্রহন ও প্রচারের উদ্যোগ গ্রহন করা হয়। কৃষক গবেষকগণ চাষাবাদে জৈব চর্চা বৃদ্ধিতে সকলকে উদ্যোগ গ্রহনে তাগিত দেওয়া হয়। অংশগ্রহনকারী কৃষক গবেষক ও কৃষক প্রতিনিধিদের সমন্বয়ে কৃষি প্রাণবৈচিত্র্য সুরক্ষা, জৈব কৃষি চর্চা ও কৃষি জাতবৈচিত্র্য উন্নয়ন আগামী পরিকল্পনা গ্রহন করেন।
মানিকগঞ্জ জেলার কৃষক গবেষক কমিটির ও জেলা কৃষি উন্নয়ন কমিটির সদস্যগণ এবং কৃষক প্রতিনিধিদের অংশগ্রহনে মানিকগঞ্জ সদর উপজেলার, হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডির তরুণ কৃষি উদ্যোক্তা শহিদুল ইসলামের মাঠ ফসল জৈব উপায়ে সবজি চারা উৎপাদন; টমেটু ও করলা চাষ পর্যবেক্ষণ করেন।শাক সবজি চাষে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, মালচিং ও জৈবে উপায়ে চাষাবাদ তথ্য আদান প্রদান করেন।কৃষক নিজস্ব উপায়ে করলা, লাউ, টমেটু বীজ সংরক্ষণ ও চাষাবাদে উপকারিতা আলোচনা করেন।
অংশগ্রহনকারীগণ বারসিক ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগ বরুন্ডি প্রায়োগিক ধান গবেষণা প্লটে আমন মৌসুমে ৮২ জাতের ধান রোপন করেন। কৃষকগণ এলাকা উপযোগী ধানের জাত বাছায়ে পর্যবেক্ষণ ও তথ্য শেয়ার করেন। জৈব কৃষি চর্চা ও প্রয়োগিক গবেষণা কার্যক্রমের তথ্য শেয়ার করেন কৃষক গবেষক গোসাই দাস রায় ও মাসুদুর রহমান প্রোগ্রাম কো-অডিনেটর মানিকগঞ্জ। কৃষকগণ বরুন্ডি বীজ ব্যাংক পর্যবেক্ষণ করে দুর্যোগ মেকাবেলা ও জাতবৈচিত্র্য বৃদ্ধি, সংরক্ষণ এবং বিনিময় উদ্যোগ তথ্য আদান প্রদান করেন।