নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক সুনিল বিশ্বাসের বাড়িতে কৃষিপ্রতিবেশবিদ্যা,জলবায়ু নায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব অর্জনে শতবাড়ি কৃষক ও সম্পদ ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে রাসায়নিক সার, বিষ ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, কৃষি বীজবৈচিত্র্য কমে যাচ্ছে । এইগুলো কিভাবে রক্ষা করা যায় ও কৃষি প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষি ব্যবস্থা নিয়ে অংশগ্রহনকারীগণ মতামত প্রকাশ করেন। সুনিল বিশ্বাসের কৃষিপ্রতিবেশ শিখন কেন্দ্রের, ভার্মি কম্পোষ্ট, কচুনরপানা পঁচিয়ে জৈবসার তৈরি, সবুজ ঘাস পঁচিয়ে সার তৈরি, বাড়ির উঠানে শাক সবজির চারা তৈরির কৃষি চর্চা বিভিন্ন উদ্যোগগুলো দেখেন ও তথ্য আদান প্রদান করেন৷
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষক গবেষক ফিরোজ আহমেদ, বারসিক মানিকগঞ্জ অঞ্চল সমন্বয়কারি বিমল রায়, বয়ড়া ইউপ সদস্য শাহীন হোসেন, কৃষক সাহিদা বেগম, দেলোয়র হোসেন, জৈব কৃষি উদ্যোক্তা ইমাম হোসেন, বারসিক প্রেগ্রাম অফিসার সত্যরঞ্জন সাহা, মুকতার হোসেন, গোসাই দাস রায় আলোচনায় অংশগ্রহণ করে বলেন প্রাকৃতিক কৃষি সকল প্রাণ ভালোভাবে বাঁচতে পারে।সকলে ভালো থাকতে পারে তার নিজ নিজ অবস্থানে।শিখন কেন্দ্র থেকে কৃষিষপ্রতিবেশ চর্চা আমাদের শিক্ষা দিয়েছে, কম খরচে ও নিজস্ব উপায়ে চাষাবাদ করার সুযোগ সৃষ্টি করে দেয়। আমাদের দেখার ও তথ্য বিনিময়ের মাধ্যমে কৃষি কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়।