
আশিকুর রহমান লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদরে গতকাল শনিবার (৩ ডিসেম্বর) সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ০২ গ্রাম হিরোইনসহ সহোদর দুই ভাই নুরইসলাম ওরফে এলাছি শফিকুল ও তার ভাই শামীমকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বেলগাছা ইউনিয়নের যতিনেরহাট শরা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো যতিনের হাট এলাকার আব্দুর রহমানের পুত্র।
সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার এএসআই শাহীন ও এএসআই মিল্টন এর নেতৃত্বে সদর থানার একটি চৌকস টিম যতিনেরহাটের শরা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সহোদর দুই ভাই নুরইসলাম ওরফে এলাছি শফিকুল ও তার ভাই শামীমকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।