sliderস্থানীয়

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ১০

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধি : উলিপুর থানাধীন নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম আজ ১০ আগস্ট ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন সাহেবের আলগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দই খাওয়ার চর এলাকা থেকে একই গ্রামের মোঃ শফি আলম (২৫), মোঃ সুজন মিয়া (৩৩), মোঃ জিয়ারুল হক (২৯), মোঃ শাহাব উদ্দিন (৩০), মোঃ নুরুজ্জামান শেখ (৪০), মোঃ আজাদ (৩০), মোঃ আদম আলী (৩৮), মোঃ মাইদুল ইসলাম (৪০), মোঃ জহুরুল ইসলাম (৩৮) এবং মেকুরের আলগা গ্রামের মোঃ আশাদ খাঁ (৩৫) সহ মোট ১০ জনকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Related Articles

Leave a Reply

Check Also
Close
Back to top button