sliderস্থানীয়

কুড়িগ্রামে রেল সেতু ক্ষতিগ্রস্থ হওয়ায় সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ তবে কাজ চলমান

এ আর লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধ : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরি পাছগাছী এলাকায় ফোর জে রেল সেতু কয়েকদিন বৃষ্টির পানির স্রোতে ক্ষতিগ্রস্থ হওয়ায কুড়িগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল সেতুর নিচে ইটের তৈরি পিলার ধ্বসে যাওয়ায় ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

এর ফলে কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকা যাতায়াতকারী কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে পারবতীপুর যাতায়াতকারী একটি লোকাল ট্রেন ও কুড়িগ্রাম থেকে কাউনিয়া রেলস্টেশন পর্যন্ত যাতাযাত করা একটি শ্যাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিক প্রায় শতাধিক শ্রমিক দিয়ে অস্থায়ী ভিত্তিতে সেতুটি মেরামতের কাজ করছে রেল কর্তৃপক্ষ।
তিস্তা পথ বিভাগের উর্ধতন উপসহকারী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা জানান, গতরাত থেকে মেরামতের কাজ চলছে। আজ শনিবার দুপুরের দিকে কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

রেল কর্তৃপক্ষ জানায়, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন কাজ শেষ না হওয়া পর্যন্ত লালমিনরহাট থেকে যাতায়াত করবে। কুড়িগ্রামের যাত্রীদের লালমনিরহাট, তিস্তা অথবা কাউনিয়া স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button