sliderস্থানীয়

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া দেখা দিয়েছে। ফলে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এ অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষজন।

প্রতিদিন মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আর শীত ও ঘন কুয়াশার কারণে দুরপাল্লার যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস আজ শনিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা পেরিয়েও সূর্যের মুখ দেখা যায়নি জেলাতে।

বেলা বাড়ার সাথে সাথে সূর্য দেখা গেলেও উত্তাপ কম অনুভুত হয়। অপরদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ডায়রিয়া আক্রান্ত রোগী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শীত পুরোপুরি না আসায় এখনও শীতজনিত রোগে আক্রান্ত রোগী তেমন ভর্তি হচ্ছে না।

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এখন ঘন কুয়াশা থাকলেও শীতের সাথে ঠান্ডার প্রকোপ ততটা বৃদ্ধি পায়নি। তবে আগামী সপ্তাহে হিমেল হাওয়াসহ শীতের প্রকোপ বেড়ে তখন জেলার তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ার আশংকা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button