
আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বাবার বাড়ি থেকে সম্প্রতি বিয়ে হওয়া এক তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পান্ডুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।
নিহত রিংকি বেগম (২০) ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। রেজাউল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী।
প্রতিবেশীদের বরাতে পান্ডুল ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, পাঁচ মাস আগে রিংকির বিয়ে হয় উলিপুরের মাঝবিল এলাকায়। তার স্বামী চট্টগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত।
রিংকি চার দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রিংকির মা তার বাবার বাড়িতে (রিংকির নানা বাড়িতে) থাকায় রাতে মেয়েটি একাই একটি ঘরে ছিল। অন্য ঘরে তার দাদা-দাদি ও ছোট ভাই ছিল।
সকালে রিংকির ছোট ভাই ডাকাডাকি করে তার সাড়া না পেয়ে অন্য একটি দরজা দিয়ে ঘরে ঢুকে বোনের গলাকাটা লাশ দেখতে পায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে।
ওসি গোলাম মর্তুজা বলেন, ধারণা করা হচ্ছে, শনিবার মধ্যরাতে কে বা কারা তরুণীকে গলা কেটে হত্যা করেছে। তার গলায় একাধিক ছুরিকাঘাত রয়েছে।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।