কুড়িগ্রামে তথ্য অধিকার দিবস পালন

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। সকালে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম, টিআইবি সনাক সভাপতি আহসান হাবীব নীলু, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, টিআইবি এরিয়া ম্যানেজার সৌমেন দাস, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, কুড়িগ্রাম প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ সম্ভব হলে সরকারি সেবা সাধারণ মানুষ আরও দ্রুত পেতে পারেন আর এ বিষয়ে সকলের আন্তরিক ও তথ্য অধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল জরুরি।
এর আগে সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষীন করে।