sliderস্থানীয়

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার ৭

এ আর লিমন,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৮ মে ২০২৪ রাত্রি আনুমানিক ০১.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর গোড়াই শ্যামপুরে রড়-সিমেন্টের গোডাউন ঘরের ভিতর থেকে একই গ্রামের মোঃ মিজানুর রহমান (৪০), মোঃ শহিদুল ইসলাম (৩৫), মোঃ রাশেদুল ইসলাম (৩৫), মোঃ চাঁন মিয়া (৩৭), মোঃ শহিদুল ইসলাম (৪৫), মোঃ জহুরুল হক (৫২), মোঃ আব্দুর রউফ (৩৫)’দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করেছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ আছেন এবং থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button