sliderস্থানীয়

কুড়িগ্রামে করোনায় নতুন আরো ১২ জন আক্রান্ত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে গত ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে আরো ১২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর পিসিআর ল্যাব থেকে আাসা ২৮টি ফলাফলের মধ্যে ১২ জনের নমুনার রেজাল্ট পজিটিভ পাওয়া যায় ।এদের মধ্যে সদর উপজেলায় ১১ জন উলিপুরে ১ জন রয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে সিভিল সার্জন অফিস স্টাফ মোঃ হান্নান (৩৫), কাঠালবাড়ির নিতেন পাল (৬০), বকসী পাড়ার লিনাথ বকসী (২৬), ঘোষপাড়ার আলহাজ্ব বাদল আহমেদ (৫৫), পলাশবাড়ীর সাবিদ কামাল (৬৫), জিন্নাতুন নাহার (৩৫), নার্সিং ইনস্টিটিউটের গার্ড মোঃ সুজন (২৮), জেনারেল হাসপাতালের সাইদুল ইসলাম (৫০), মমিনুল ইসলাম (২৭) ও সিনিয়র স্টাফ নার্স রুজিনা খাতুন রয়েছেন। এদের নমুনা গত ১৭ জুলাই প্রেরণ করা হয়েছিল।
এছাড়া কালে পলাশবাড়ী ঠিকাদার পাড়ার বাবুল হোসেনের নমুনা ২২ জুলাই প্রেরণ করা হয়। উলিপুরে দুর্গাপুর চন্ডিজান এলাকার ইতি সিংহ (৩২) এর নমুনা গত ১৬ জুলাই সংগ্রহ করা হয়।
সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান বৃহস্পতিবার নতুন ১২ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে মোট আক্রান্ত ৩৮৯ জনের মধ্যে ২০৪ জন সুস্থ হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, করোনায় এপর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের । আইসোলেশনে রয়েছে ১৮০ জন।

Related Articles

Leave a Reply

Back to top button