কুড়িগ্রাম প্রতিনিধি : টিভির ডিশ লাইন খুলতে গিয়ে ইলেক্ট্রিক শকে কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রশাদ কালোয়া গ্রামের মোঃ মোকছেদ আলী মাস্টারের মেয়ে মোনালিসা (২৯) নামের মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত তিনটায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, রাত তিনটার দিকে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলে ঝড়ের আশঙ্কায় টিভি থেকে ডিশলাইন খুলতে গিয়ে ইলেক্ট্রিক শক খায় মোনালিসা।
দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক মোনালিসাকে মৃত ঘোষণা করেন।
ইলেক্ট্রিক শকের বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিলোনুর রহমান মিলন। তিনি জানান, ইলেক্ট্রিক শকেই মৃত্যু ঘটে মোনালিসার। মৃতের আঙুলে ইলেক্ট্রিক শকে পুড়ে যাওয়ার চিহ্ন বিদ্যমান।