
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে দুই মাদক ব্যবসায়ীকে ব্যাপক জিজ্ঞাসা শেষে, রবিবার দুপুর আড়াইটার দিকে পুলিশ বাদী হয়ে দুই মাদক ব্যবসায়ী যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে, আজ বিকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই ইয়াছিন আলী ,এ এস আই মনজুরুল হক ও আব্দুল কাদেরের নের্তৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জকুরটল এলাকায় ফুলবাড়ী -টু-বালারহাট সড়কে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে দুইটি মোটরসাইকেলে রাখা ব্যাগের ভিতর থেকে ৩৮ কেজি গাঁজা জব্দ করে মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামের গোলাম মোস্তাফার ছেলে আব্দুল জলিল (৩৪) ও শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী বোর্ডেরহাট এলাকার আব্দুল খালেকের ছেলে ছাইফুল ইসলাম বাবু (২০)।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিকাল ৩ টায় কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।