sliderস্থানীয়

কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি করল বিজিবি

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, ‘বাংলাদেশি জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানিকারক পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে অবৈধভাবে অথবা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা, ঘটনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর। দৌলতপুর উপজেলার আয়তন ৪৬১ বর্গ কিলোমিটার। এর মধ্যে ৪৬.৬৯ কিলোমিটার সীমান্ত এলাকা আছে। এর উত্তরে বাঘা ও লালপুর, দক্ষিণে গাংনী ও মিরপুর, পূর্বে ভেড়ামারা ও মিরপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।

Related Articles

Leave a Reply

Back to top button