sliderস্থানীয়

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কমিটি গঠন হলো কুষ্টিয়ায়। ১১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রম শুরু হলো বলে জানা যায়। অন্য জেলাগুলোতেও পর্যায়ক্রমে কমিটি গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কুষ্টিয়া কমিটির আহ্বায়ক হয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী হাসিবুর রহমান এবং সদস্য সচিব হয়েছেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মো: মোস্তাফিজুর রহমান।

কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম ডি বেলাল হোসেন এবং মুখপাত্র করা হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের পারভেজ মোশাররফ।

শনিবার রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। এর কিছুক্ষণ পর ওই পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

কমিটির বিজ্ঞপ্তিতে হাসনাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঠিকানা হিসেবে লেখা হয়েছে ‘রূপায়ন টাওয়ার, ৩৪৫ দিলু রোড, ঢাকা-১২১২’।

আহ্বায়ক কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১১ জনকে যুগ্ম সদস্য সচিব, সাতজনকে সংগঠক ও ৭৯ জনকে সদস্য করা হয়েছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার প্রথম নেতৃত্বদানকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্লুইুট এবং কুষ্টিয়ার সমন্বয়ক এই কমিটিতে নেই। এছাড়া আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছে এমন অনেক শিক্ষার্থী যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একেবারেই ছিল না বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয় ১ জুলাই। ছাত্র-জনতার আন্দোলনেই অবসান ঘটে আওয়ামী লীগের দীর্ঘ দুঃশাসনের। আন্দোলন পরিচালনায় গত ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে গত ৩ আগস্ট তা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়।

এদিকে গত ২২ অক্টোবর রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিম বিলুপ্ত করে চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button