sliderস্থানীয়

কুষ্টিয়ায় খাল থেকে ভাসমান অর্ধগলিত লাশ উদ্ধার

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন লক্ষীপুর এলাকার খাল থেকে ভাসমান আলতাফ( ৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানা এলাকার লক্ষীপুর এলাকার খাল থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আলতাফ সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের দেড়ীপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।

নিহতের বড় ভাই বদর উদ্দিন জানান, গত ৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরে তার লাশ আমার বোন জামাইয়ের বাড়ির পাশে খালে এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে লাশটিকে শনাক্ত করি। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

জানা গেছে, নিহত আলতাফ দীর্ঘদিন যাবৎ চোর সিন্ডিকেটের সদস্য ছিল। এলাকায় চুরি করার অপরাধে তাকে গ্রাম থেকে গ্রামবাসী বের করে দিলে তার বোন জামাই ইবি থানার লক্ষ্মীপুর গ্রামের আসাদুলের বাড়িতে বসবাস করতেন। সেখান থেকে তিনি গত ৩ দিন যাবৎ নিখোঁজ ছিলেন।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, বাড়ির পাশে খালে লাশ ভাসতে দেখে পথচারীরা পুলিশে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের পর সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button