দূর্ঘটনাশিরোনাম

কুলাউড়ায় ১৪ ঘণ্টায় ৬ লাশ!

মৌলবীবাজারের কুলাউড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই একই উপজেলায় দু’টি মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
বরমচালে রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টায় ট্রেন দুর্ঘটনার পর সোমবার (২৪ জুন) দুপুর ১টায় পৌর শহরের গ্যাস অফিস সম্মূখে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী মুক্তিযোদ্ধা সুলেমান আলী সুরমান(৬২) ও মুক্তিযোদ্ধা রকিব আলীর পুত্র আসাদুর রহমান (৩০) নিহত হন। এসময় বাসটি খাদে পড়ে গেলে ১০ যাত্রী আহত হন।
অপরদিকে বেলা আড়াইটায় শ্রীপুর এলাকায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহতরা সিলেটে চিকিৎসা নিচ্ছেন। সবমিলিয়ে ১৪ ঘণ্টায় এ তিন ঘটনায় ৬ জন নিহত হন। আহত হন ২২০ জন।
জানা যায়, উপজেহলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের মুক্তিযোদ্ধা সুলেমান আলী ও একই ইউনিয়নের বাগজুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা রকিব আলীর পুত্র আসাদুর রহমান মটরসাইকেল নিয়ে মুক্তিযোদ্ধা ভাতার টাকা তোলার জন্য কুলাউড়ার উদ্দেশ্যে বের হন।
শহরের নিকটবর্তী চাতলগাঁও এলাকায় গ্যাস অফিসের সামনে আসা মাত্র মৌলভীবাজার থেকে কুলাউড়াগামী একটি তাদের সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা সুলেমান আলী মারা যান এবং মৌলভীবাজার হাসপাতালে নেয়ার পর আসাদুর রহমান মারা যান।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ নুরুল হক এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button