sliderস্থানীয়

কুমিল্লায় করোনায় চিকিৎসকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় ডা. আইরিন পারভীন (৪৫) নামে একজন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার দিবাগত গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কোভিড আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. আইরীন কুমিল্লা মেডিক্যাল কলেজের ৪র্থ ব্যাচের ছাত্রী ছিলেন। পারিবারিক জীবনে তার দুই বছর বয়সী একজন কন্যা সন্তান রয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. আইরীনের স্বামী ও জেলার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
ডা. সিদ্দিকী জানান, কুমিল্লায় করোনা শনাক্ত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তার স্ত্রীকে ঢাকার বিএসএমএমইউ’র কোভিড আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়। রোববার জেলার আদর্শ সদর উপজেলার রত্নবতী গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে ডা. আইরিনের মৃত্যুতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এবং ইষ্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান শাহ মোহাম্মদ সেলিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমান গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button