
মাহতাবুর রহমান : বছরের প্রথম দিনটি শুভ সূচনা করেন মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ পাবলিক টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল,
গত ২৬/০১/২৩ তারিখে এক প্রবাসী সহযোদ্ধা ভাইয়ের সহযোগিতা বাংলাদেশ পাবলিক টিভি আয়োজনে সকাল ১১ টায় কুমিল্লার বরুড়া হুরুয়া ইবরাহীময়া মাদ্রাসায় ৪ শত কোরাআন শরীফ উপহার হিসাবে দেন কোরানের হাফেজদের।
উল্লেখ্য মানবতার ফেরিওয়ালা সাংবাদিক মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল, গত ০১/০১/২০২৩ইং তারিখে কুমিল্লার বরুড়ায় শাকপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসায়, ১শত ৮০টি কোরাআন শরীফ বিতরণ করেন কোরানের হাফেজদের ।
তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের মুহতামিন মাওলানা আহমাদ উল্লাহ হুজুর, তিন আরও বলেন এই সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল এর দাদা মরহুম ফজলুর রহমান ভূঁইয়া ছিলেন একজন দান বীর এবং দিনদার মানুষ সহজ সরল।
মরহুম ফজলুর রহমান ভূঁইয়ার অনুদানে প্রতিষ্ঠিত হয়েছে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার প্রাণকেন্দ্র সর্ববৃহৎ বরুড়া দারুলউলুম মাদ্রাসা, তার দাদার দানকৃত মাদ্রাসার জমি, ঘাটলা ও মানুষের শেষ ঠিকানা পারিবারিক গোরস্থান সহ দান করে যান।
তারই নাতি সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল আজ আমাদের মাদ্রাসায় তার প্রবাসী বন্ধু সহযোদ্ধাদের সহযোগিতায় কোরানে হাফেজ ও এতিমদের কোরান শরীফ উপহার হিসাবে দেওয়াতে আজ আমি মুগ্ধ ও আনন্দিত।
পরিশেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ যেন বাংলাদেশ পাবলিক টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুলকে নেক হায়াত দান করেন এবং দ্বীনি কাজের খেদমত করার সুযোগ দান করেন।
বাংলাদেশ পাবলিক টিভির চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল বলেন, আমি দ্বীনি কাজের জন্য দেশ ও প্রবাসী আমার সহযোদ্ধা বন্ধুদের থেকে সহযোগিতা এনে এতিম অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য চেষ্টা করছি।
এইভাবে আমি সহযোগিতা করে যেতে চাই, যদি দেশ ও প্রবাসী সহযোদ্ধাগন আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।