
কুইবেকের পূর্ব উপকূলের অদূরের একটি দ্বীপে ছোট্ট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কানাডার সাবেক পরিবহনমন্ত্রী এবং তার স্ত্রী ও তিন ভাইবোন রয়েছে। বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক ঘটনাটি ঘটে। বৈরী আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়। খবর এফপি’র।
কর্তৃপক্ষ বলছে, ঝড়ো হাওয়া ও তুষারপাতের মধ্যে ইলেস-ডি-লা-ম্যাডিলিন বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিমানটি বিধ্বস্ত হয়। সম্প্রচারক ও সাবেক পরিবহনমন্ত্রী জেন ল্যাপিরি (৫৯) সিটিভি ও কানাডার অন্যান্য গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করতেন।
দুর্ঘটনায় ল্যাপিরির স্ত্রী, দুই ভাই ও বোন মারা গেছে। তারা ল্যাপিরির বাবার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।