
কিশোরীর স্বপ্নপূরণ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। হার্দিকা নামের এই কিশোরী ক্যান্সারে আক্রান্ত। হার্দিকার স্বপ্ন ছিল তার জন্মদিনের কেকটি মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে কাটবেন।
অমিতাভ এ খবর জানতে পেরে হার্দিকাকে দেখতে যান। শুধু তাই নয়, তার জন্মদিনের কেক কেটেছেন এই অভিনেতা। তার সঙ্গে ছবিও তুলেছেন অমিতাভ। অমিতাভ বচ্চন তার ব্লগে কিশোরীর সঙ্গে জন্মদিন পালনের বেশকিছু ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্যান্সার আক্রান্ত হার্দিকার স্বপ্ন ছিল আমার সঙ্গে তার এই বিশেষ দিনটি কাটানোর। তাই তার স্বপ্নপূরণ করলাম। এই কিশোরীর সঙ্গে অক্সিজেন সিলিন্ডার রাখতে হয়। নিষ্পাপ কিশোরীর করুণ যন্ত্রণা।
তবে তার অদম্য মনের জোর, ভদ্র, নম্র স্বভাবে মুগ্ধ আমি। প্রার্থনা করি ও খুব শিগগিরই সুস্থ হয়ে উঠুক।’