
আসাদুল্লাহ মাসুম, সংবাদদাতা,গাজীপুর: কালীগঞ্জে শসা বোঝাই একটি পিকআপ খাদে পড়ে চালক, হেলপার ও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৬ টায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নরসিংদী থেকে শসা নিয়ে একটি পিকআপভ্যান জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। পরে সেটি সড়কের পাশে প্রায় ১৫ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। খাদে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি, চালকসহ তিনজন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই তিনজনের মৃত্যু হয়।
সকাল ১১ টায় কালিগন্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।