শিরোনাম

কালিয়াকৈরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নারী শ্রমিকের বিকৃত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে এফবি ফুটওয়্যার নামের জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নারী শ্রমিকের বিকৃত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ফায়ার সার্ভিসের কর্মীরা তার বিকৃত লাশ কারখানার টয়লেট থেকে উদ্ধার করেছে।
নিহতের নাম গোলাপী আক্তার (৩৩)। সে কুড়িগ্রামের চিলমারী থানার বালাবাড়ির হাট সরদারপাড়া এলাকার আইনুল হোসেনের স্ত্রী। গোলাপী ওই কারখানার আউট সোল সেকশনের হেলপার পদে চাকুরি করতো।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের সদর দফতর ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ উলুসারা এলাকাস্থিত জুতা ও সোল তৈরীর এফবি ফুটওয়্যার লিমিটেড নামের কারখানায় শনিবার বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। জুতা তৈরির ক্যামিকেল ও সোলসহ দাহ্য পদার্থের সংস্পর্শ পেয়ে আগুন মুহুর্তেই স্টীল ফ্রেমে টিনসেডের তৈরি একতলার এ কারখানার পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে ভয়বহ আকার ধারণ করে। আগুনের ভয়াবহতা দেখে কর্মরত শ্রমিকরা কারখানা থেকে দ্রুত বেরিয়ে গেলেও গোলাপী আত্মরক্ষার্থে টয়লেটে গিয়ে আশ্রয় নেন। এসময় শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুর, টাঙ্গাইলের মির্জাপুরসহ কয়েকটি ষ্টেশনের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা রোববার বিকেল পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিল। প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলেও কারখানার ধ্বংসস্তুপের বিভিন্নস্থান থেকে আগুনের ধোঁয়া ও ফুলকি বের হতে দেখা গেছে। আগুনের ভয়াবহতায় কারখানা ভবনের একাংশের সেড ধ্বসে পড়ে এবং মেশিনপত্র ও জুতা তৈরির বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রোববার সকালে তল্লাশি চালিয়ে কারখানার টয়লেট থেকে গোলাপী নামের এক নারী শ্রমিকের দগ্ধ লাশ উদ্ধার করেছে।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, আগুনে দগ্ধ হয়ে নিহত শ্রমিকের চেহারা বিকৃত হয়ে গেছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button