sliderস্থানীয়

কালিহাতীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে নিহত ১

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির চালক।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজির যাত্রী জেলার সখীপুর উপজেলার হারিঙ্গাচালা গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৫২)। আহত ব্যক্তি হলেন কালিহাতী উপজেলার এলেঙ্গার মহাদেবের ছেলে রঞ্জিত (৪২)।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই সারোয়ার জানান, এলেঙ্গার দিক থেকে ছেড়ে আসা কালিহাতীগামী একটি সিএনজি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ইছাপুর এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন। আহত হন সিএনজির চালক। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই আরও জানান, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button