
শফিকুল ইসলাম সুমন,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বেঙ্গরই এলাকায় কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পিবিআই, সিআইডি ও র্যাবের যৌথ টিম মরদেহের পরিচয় শনাক্তের কাজ করছে। শনাক্তের পর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা তিন থেকে চার দিন আগে ঘটেছে। পরিচয় নিশ্চিত হলে মৃত্যুর কারণ জানা যাবে।



