sliderস্থানীয়

কারিগরি শিক্ষা কর্মসংস্থানের হাতিয়ার -উপদেষ্টা ড.আসিফ নজরুল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: অন্তরবর্তী সরকারের আইন, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.আসিফ নজরুল বলেন, কারিগরি শিক্ষা কর্মসংস্থানের প্রধান হাতিয়ার। প্রশিক্ষিত লোকজন কখনো বেকার থাকতে পারে না। এ শিক্ষাকে কাজে লাগিয়ে তারা দেশ-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে আরো সমৃদ্ধ করে। তাই উন্নত জীবন গড়তে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ডঃ মনোয়ার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজরা খাতুন, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজমুল হাসান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ অত্র প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button